কুমিল্লার হোমনায় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে তিতাস নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা লঞ্চঘাটে রুই, কাতল, মৃগেলসহ ৩০ কেজি কার্প জাতীয় দেশীয় প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। এর আগে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের নিয়ে একটি র্যালির আয়োজন করেন। পরে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠান, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও মৎস্যচাষী শ্রীধাম প্রমুখ। শেষে কার্প জাতীয় মাছের মিশ্র চাষের সফলতার স্বীকৃতি স্বরূপ শ্রীধাম চন্দ্র দাস ও মো. শাহ আলমকে প্রশংসাপত্র এবং পুরস্কার দেওয়া হয়।