নাসিরনগরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা ও আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহমেদ কামরুল হুদা, থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) মো: নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অভিজিৎ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনির হোসেন ভূইয়া, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আবদুল হক, অধ্যক্ষ মো ইলিয়াস মিয়া, পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ জহিরুল ইসলাম, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূইয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া, প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইয়াসহ আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি বন্ধসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ হয়।