রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। কোটাসংস্কার আন্দোলন ঘীরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিচারের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে। শান্তিপ্রিয় বাঘায় কেউ যেন কোন অশান্তির চেষ্টা না করার আহবান জানান। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে ও হত্যাযজ্ঞ-ধ্বংসযজ্ঞ রুখতে সমাজের শ্রেণী পেশার মানুষের দায়িত্ব রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন।
খেলায় মনিগ্রাম ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা পৌরসভা। খেলা পরিচাললনা করেন মমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন আবু হেনা মোস্তফা রানা ও ফজল মাহমুদ। ধারাভাষ্যে ছিলেন বিপ্লব কুমার রায় ও প্রভাষক আবদুল হানিফ মিঞা। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন-বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারি কমশিনার (ভুমি) সাবিহা সুলতানা, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, ডিএম বাবুল মনোয়ার, রবিউল ইসলাম, আ.লীগ নেতা আজিজুল আযম, আবদুল কুদ্দুস সরকার, অধ্যক্ষ নছিম উদ্দীন, উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবির, সিরাজুল ইসলাম মন্টু, মামুন হোসেন, সামিউল ইসলাম নয়ন, উপজেলা যুবলীগের নেতা কামরুজ্জামান নিপন, শাহিনুর রহমান, উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমান, প্রধান শিক্ষক মুহম্মাদ আলী দেওয়ান প্রমুখ।
শাহরিয়ার আলম এমপি জাইকা কর্তৃক বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই রুম বিশিষ্ট নির্মানাধীন পাঁকা ভবন উদ্বোধন ও শিক্ষার্থী বহনে উপজেরা কার্যালয় থেকে ভ্যানগাড়ি হস্তান্তর করেন
উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। গত ১৫ জুলাই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।