নোয়াখালীর সেনবাগের ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ছিলোনিয়া মডেল ইউনিয়ন গঠনের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ৫নংঅর্জুনতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুণানীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় বক্তব্য রাখেন পরিষদের সাবেক চেয়ারম্যান শাাহজাহান ভুইয়া, ইউপি মেম্বার ছেরাজুল হক কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারী, সমাজসেবী আলী হোসেন রতন, রাজনৈতিক ব্যাক্তিত্ব হোসেন শহীদ সরোওয়াদী, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এনএম শহিদ উল্লাহ আবদুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের অজুনতলা ওয়ার্ড কেটে নিয়ে ২৫ আগস্ট ২০০২ সালে সেনবাগ পৌরসভা গঠন করা হয়। ওই সময় থেকে ইউনিয়নটিতে অর্জুনতলা মৌজা না থাকলেও দীর্ঘ সময় ধরে অজুনতলা ইউনিয়ন হিসেবে পরিচালিত হয়ে আসছিলো। দাপ্তরিক বিভিন্ন কাগজপত্র সহ উন্নয়ন কর্মকা-ে ব্যাঘাত ঘটনায় এলাকাবাসীর দাবীর প্ররিপ্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন ইউনিয়নটি নাম পরিবর্তন করে ছিলোনিয়া মডেল ইউনিয়ন হিসেবে নাম করণের জন্য উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপস্থাপন করলে সভায় সর্ব সম্মত ভাবে প্রস্তাবটি গৃহীত হয়। এরপ মঙ্গলবার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ সরে জমিনে পরিষদের গিয়ে নয়টি ওয়ার্ডের মেম্বার, জনসাধারণ ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে গণ শুণানী করেন। এ সময় এলাকার লোকজন দুই হাত উঠিয়ে সর্বসম্মত ভাবে অর্জুনতলা ইউনিয়নের নাম পরির্তন করে ওই ইউপির ছিলোনিয়া গ্রামের নামে ছিলোনিয়া মডেল ইউনিয়ন হিসেবে নাম করন করার জন্য সমর্থন জানান।