"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪(৩০জুলাই থেকে ৫ই আগষ্ট) উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুলাই সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন সংক্রান্ত কচুয়া উপজেলা কমিটির আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে কচুয়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা দিপংকর চক্রবর্তী,মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. পংঙ্কজ কান্তি অধিকারী,কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।