“এসো মিলি তারুণ্যের উৎসবে, এসো মিলি ফুটবলের উৎসবে” এই শ্লোগানকে সামনে রেখে কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ-১৭)-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টা ৩০ মিনিটে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে সরকারি সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় মঘিয়া ইউনিয়ন ফুটবল একাদশ গজালিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান,আঃ রহমান, মো: শমসের আলী ও গাউসুল আজম। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন কচুয়া উপজেলা পরিষদের নবাগত উপজেলা চেয়ারম্যান মো: মেহেদী হাসান বাবু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ সাজ্জাদুজ্জাদুল ইসলাম সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন,কচুয়া থানা াফিসার ইনচার্জ মো: মহসীন হোসে, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,বীর মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ক্রিয়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ,হাজরা জিয়াউল হক পল্লব, হাজরা আমিনুল ইসলাম, তানিয়া আক্তার, বাবুল সেখ,ও উপজেলা ক্রিয়া সংস্থার অন্যান্য সদস্য সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা ধারা ভাষ্যে ছিলেন মো: আবুল হাসনাত রিপন। খেলা শেষে প্রধান অতিথি নবাগত উপজেলা চেয়ারম্যান মো: মেহেদী হাসান বাবু বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ান ট্রপি তুলে দেন।