২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের বিশ্বরেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাস। সেই টিটমাসকে হারিয়েই সোনা জিতেছেন তার স্বদেশি মলি ও’ক্যালাঘান। তাও আবার অলিম্পিকের নতুন রেকর্ড গড়ে। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। সাফল্য অর্জনের রহস্য জানাতে গিয়ে বলেছেন, লড়াই করার গুণটা আছে বলেই এমনটা সম্ভব হয়েছে। টোকিও অলিম্পিকে সোনা জেতা টিটমাস এবার সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড। জিতেছেন রুপা। হংকংয়ের সিওভান হাওহি জিতেছেন ব্রোঞ্জ। সাঁতারের এই ইভেন্টের বিশ্বরেকর্ডের মালিককে হারানোর পর ও’ ক্যালাঘান জানিয়েছেন, ‘দিন শেষে চ্যালেঞ্জটা গ্রহণ করতে জানতে হবে। বিকল্প থাকে দুটা- হয় লড়াই করতে হবে নাহলে এড়িয়ে যেতে হবে। আমি লড়াইকেই বেছে নিয়েছি।’ সাফল্য অর্জনের পেছনে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার বিষয়কে সামনে আনলেন তিনি, ‘আমি সব সময় সেরাটা দিতে চাই। নিজের ওপর চাপ প্রয়োগ করি। প্রত্যাশাটাও অনেক উঁচুতে থাকে। এই রেসটা ছিল বিস্মকয়র।’