দিঘলিয়ায় লোমহর্ষক ধর্ষণ চেষ্টা মামলার আসামি আলী আহম্মেদ মোল্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ও মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধর্ষকদের জানমালের ক্ষয়ক্ষতি করার হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিতা শিশু (৫) এর মামা, দৌলতপুর সরকারি বিএল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্টের ছাত্র ইরফান ব্যাপারী। তিনি তার বক্তব্যে বলেন, ধর্ষক আলী আহম্মেদ মোল্যা একজন দুষ্টু প্রকৃতির লোক। ফরমাইশখানা নিবাসী মৃত পাচু মোল্যার পুত্র আলী আহম্মেদ মোল্যা ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মুদী দোকানদার। সে দোকান পরিচালনা করার সুবাদে ইতঃপূর্বে বিদ্যালয়ের ছাত্রীসহ আশপাশের অনেক মেয়ের সাথে খারাপ আচরণ করেছে। ওই ধর্ষক গ্রামের একটা বড় বংশের লোক হওয়ায় এবং মান সন্মানের ভয়ে এড়িয়ে গেছে অনেকে।
তারই ধারাবাহিকতায় তার ভাগ্নি (৫) অবুঝ শিশুকে ওই আলী আহম্মেদ মোল্যা (৬০) গত শুক্রবার জুম্মাবাদ খাবারের প্রলোভন দেখিয়ে নিজ শয়ন ঘরে আটকিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টা করে। আমার ভাগ্নি ধর্ষকের নির্যাতনের একপর্যায়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আলী আহম্মেদ মোল্যা দরজা খুলে পালিয়ে যায়। পরবর্তীতে নির্যাতনের শিকার শিশুকে নিয়ে তার মামা দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ এর নিকট যান এবং সব ঘটনার বর্ণনা দেন। তিনি তাদেরকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তারের নিকট যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে নির্যাতিতা শিশুর মামা ইরফান ব্যাপারী দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৬, তারিখ ২৬/০৭/২০২৪ ইং। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০২০ এর ৯(৪)(খ)। মামলা দায়েরের পর দিঘলিয়া থানা পুলিশ ধর্ষক আলী আহম্মেদ মোল্যা (৬০) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
তিনি তার লিখিত বক্তব্যে আরো বলেন, মামলা দায়ের করার পর থেকে ধর্ষক আলী আহম্মেদ মোল্যার স্বজনেরা মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে চলেছে। এমনকি তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তার ভবিষ্যত জীবন নষ্ট করে দেওয়ার গোপন ষড়যন্ত্র চালাচ্ছে।
মামলার বাদী এ সাংবাদিক সন্মেলনে ওই ধর্ষক আলী আহম্মেদ মোল্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষকদের স্বজন ও তাদের সাথে থাকা কুচক্রীমহলের বাদীর ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভয়ভীতি ও নানা হুমকি প্রদান এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির ষড়যন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সকল সংস্থার ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবী জানিয়েছেন।