যশোরের ঝিকরগাছা উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে নগদ সাড়ে ২৮ লাখ টাকা সহায়তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।
উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত রোগীদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। উপজেলা বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৫৭ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি যশোর-২ (ঝিকরগাছা চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।
অপর এক অনুষ্ঠানের মাধ্যমেও প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলার ৪২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠান দুটিতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, যুবলীগ নেতা আজাহার আলী এবং সাজ্জাদ নুরুল হক বিন্তু প্রমুখ।