গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সংরক্ষিত নারী সংসদ সদস্যের নামে বরাদ্দ দেওয়া অসহায়দের জন্য সরকারি উপহার সামগ্রী কাপাসিয়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহফুজা পারভীনের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে এই উপহার সামগ্রী গুলি সোমবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান অভিযান চালিয়ে উদ্ধার করেন। কাপাসিয়া বাজারের ভূঁইয়া মার্কেটের ভবনের চার তলার একটি কক্ষ থেকে ১৪ বস্তা উপহার সামগ্রী উদ্ধার করা হয়।
উপহার সামগ্রী প্রতিটি বস্তায় রয়েছে, ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার তেল, ২০০ গ্রাম হলুদের গুঁড়া, ১০০ গ্রাম মরিচের গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ১৪ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভীনের স্বামী মজিবুর রহমান ভুইয়া নামে একজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখেন। রাত বেশি হওয়ায় এ বিষয়ে পরবর্তীতে একটি নিয়মিত মামলা নিবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার সকালে জানা যায়, ত্রাণ সামগ্রীগুলি কাপাসিয়ার কিছু মানুষের মাঝে বিতরণ করার জন্য আনা হয়েছে। পরবর্তী সময় দুপুরের দিকে জানা যায় উপহার সামগ্রী গুলি কালিগঞ্জ উপজেলায় বিতরণ করার জন্য ফেরত পাঠানো হয়েছে।
একটি বিশ্বস্ত সূত্রে জানায়, গত সোমবার বিকেলে একটি অটোরিকশা যোগে প্রায় ২০ বস্তা উপহার সামগ্রী কাপাসিয়া বাজারের ভূঁইয়া মার্কেট ভবনের চার তলার ওই কক্ষে এনে রাখা হয়েছিল। উদ্ধারের সময় পাওয়া যায় ১৪ টি বস্তা, বাকি বস্তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিশ্বস্ত সূত্র আরো জানায়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী ও কালিগঞ্জ উপজেলা বাসিন্দা সংরক্ষিত নারী সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন মাহফুজা পারভিনের স্বামীর বাড়ি কাপাসিয়ায়। ওই নেত্রীর স্বামী ভূঁইয়া মার্কেটের প্রতিষ্ঠাতা মরহুম আকরাম ভূঁইয়ার পুত্র। ওই মার্কেটের নীচতলায় তাঁর একটি হোটেল ও ইলেকট্রনিক ব্যবসা রয়েছে। সেই হোটেলে ব্যবহার করার জন্য এই উপহার সামগ্রী আনা হয়েছে বলে জানা যায়।
গত রোববার দিন কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব দুস্ত ও অসহায় ৫'শ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনো খাবার বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই উপহার সামগ্রীর মধ্যে থেকে ১৪ বস্তা উপহার সামগ্রী মাহফুজা পারভিন বিতরণ না করে তার স্বামীর হোটেল নূর জাহানের পাশে ভূঁইয়া মার্কেটের ভবনে এনে মজুত করে রাখে।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলা মহিলা আওয়ামীগের নেত্রী মাহফুজা পারভীন সংরক্ষিত মহিলা এমপি মেহের আফরোজ চুমকির স্বাক্ষরিত ১৯টি স্লিপ দিয়ে ১৯ প্যাকেট উপহার নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মোবাইল ফোনে কাপাসিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে জানতে পারেন কালীগঞ্জের বিতরণ করা উপহার সামগ্রী উদ্ধারের বিষয়টি। পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কথা।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে উপহার সামগ্রীর ১৪টি বস্তা জব্দ করা হয়েছে। সাথে মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে আটক করা হয়। পরে জানতে পারি এই উপহার সামগ্রী গুলি সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির। আমাকে তিনি জানান, এই উপহার সামগ্রী গুলি তিনি বরাদ্দ দিয়েছেন অসহায় মানুষদের মাঝে বিতরণ করার জন্য। জব্দ করা উপহার সামগ্রীগুলি সহ আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি মুচলেকা রেখে তাঁকে ছেড়ে দেয়া হয়। তাকে বলে দেওয়া হয়েছে উপহার সামগ্রী গুলি বিতরণ করে তালিকা প্রস্তুত করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হিসাব বুঝিয়ে দেয়ার জন্য।