জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে পিরোজপুরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের নেওয়া কার্যক্রম বিষয়ক এ মতবিনিময় সভা আজ দুপুরে পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় ছাড়াও শোভাযাত্রা, আলোচনা সভা, মৎস্য চাষে সফল ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের প্রশিক্ষন ও মৎস চাষের উপকরন বিতরন এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম মতবিনিময় সভায় উল্লেখ করেন কৃষিনির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। যা আজ সারাবিশ্বে স্বীকৃত। ইলিশ আহরণ, অভ্যন্তরিন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ, জলাশয়ে মৎস্য উৎপাদন এফএও এর প্রতিবেদন অনুযায়ী আজ আমরা শীর্ষে। দেশের মোট জিডিপির প্রায় ২.৫৩ শতাংশই মৎস্য খাতের অবদান। এ জেলায় আহৃত মাছের অধিকাংশই ইলিশ। এ সময়ে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও জেলা মৎস বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।