লক্ষ্মীপুরের রামগতিতে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় মো. নুরনবী ওরফে শেরআলী (৫৯) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার দুপুরে উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। নিহত শেরআলী উপজেলার চর মেহার গ্রামের মাহফুজুল হকের ছেলে এবং স্থানীয় আবদুল হাদী কলেজের অফিস সহকারি পদে চাকরী করতেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জন আটক করেছে পুলিশ।
সালিশ বৈঠকে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে উপজেলার চরমেহের এলাকার মো. মজনু (নিহত শেরআলীর ভাতিজা) তার স্ত্রীকে নিয়ে প্রতিবেশী মুনসি মাঝি বাড়ির সামনে দিয়ে রিক্সায় বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই বাড়ির রুহুল আমিনের ছেলে শাহদাত হোসেন তাদের দেখে কটূক্তি করে এবং অশোভন আচরণ করেন। এর জের ধরে ওইদিন রাতে শাহাদাত হোসেনকে মারধর করে মজনুসহ অন্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এক শালিস বৈঠক বসে। এ সময় বাইরে শেরআলীর ছেলে আশরাফুলের সাথে শাহদাত হোসেন ও মামুনের কথাকাটাকাটির একপর্যায়ে আশরাফুলের উপর তারা হামলা চালায়। হামলার কথা শুনে বৈঠক থেকে শেরআলী বাইলে আসলে তার উপরও হামলা চালায়। এতে শেরআলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত আবদুল ওয়ারেছ মো. মিলন. আশরাফুল আলম ও নাইমুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. নেজাম ও নুরউদ্দিন নামের দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।