লক্ষ্মীপুরের রামগতিতে চাহিদার তুলনায় বেশী উৎপাদন হচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। উপজেলায় উৎপাদনকৃত মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন জেলায় চালান হচ্ছে। যা দেশের অর্থনীতিতে রাখছে প্রত্যক্ষ ভূমিকা। মৎস্য সম্পদের উন্নয়নে সরকারে নেওয়া বহুমুখী উদ্যোগে উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর উপজেলার নদী, খাল, পুকুর ও অন্যান্যে যে মাছ উৎপাদন হয় তা উপজেলায় আমিশের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকে।
মঙ্গলবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জণে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে গণমাধ্যম কর্মী, মৎস্যজীবি, ব্যবসায়ী, মৎস্যচাষী এবং আড়তদার সাথে এক মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন এসব তথ্য জানান। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা, মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান এবং সুফলভোগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এই কর্মকর্তা।
এসময় তিনি বলেন, ৩৭৪ বর্গ কিলোমিটারের এই উপজেলায় একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ২ লক্ষ ৭৯ হাজার ৯ জন জনসংখ্যার জন্য বছরে মাছের চাহিদা ৬ হাজার ১১০ মেট্রিক টন। এ উপজেলায় বছরে মাছের উৎপাদন হয় ১৭ হাজার ৯৫০ মেট্রিক টন। এর মধ্যে নদীতে ইলিশের উৎপাদন ৯ হাজার ৬৫০ মেট্রিক টন। এতে উদ্বৃত্ত থাকে ১১ হাজার ৮৪০ মেট্রিক টন।
এছাড়া উপজেলায় ব্যক্তি মালিকাধীণ পুকুর ১৬ হাজার ২২৬টি। সরকারি পুকুর ৫৬টি, খাল ১৬টি। মেঘনা নদী ২৫ কিলোমিটার এলাকায় ৫২ হাজার হেক্টর। নিবন্ধিত নৌযান ৯৮৬টি এবং নিবন্ধিত জেলে ২৫ হাজার ৯ জন। মৎস্য চাষি ৯ হাজার ৫৬০ জন। মৎস্যজীবি সমবায় সমিতি ১টি, মৎস্যজীবি সংগঠন ৩টি, বোট মালিক সমিতি ২টি। মাছ ঘাট ৯টি, আড়ত ৭টি, মৎস্য অবতরণ কেন্দ্র ১টি এবং পোনা উৎপাদনকারী নার্সারী ১৬টি রয়েছে।
তিনি আরও বলেন, আমরা মাছ চাষে সফল। উপজেলায় মাছের চাহিদা মিটিয়ে আমাদের উদ্ধৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চালান হচ্ছে। আমরা বিভিন্ন ভাবে চাষীদের উৎসাহিত করার চেষ্টা করছি। মাছ চাষী ও খামারিদের জন্য মৎস্যচাষ উপকরণ এবং প্রকল্প তৈরীতে সহযোগিতা করা হয়। মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ দেয়ার চেষ্টার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের আওতায় মৎস্যজীবী পরিবারের মাঝে ৪ হাজার ৫ মেট্রিক টন ভিজিএফ এর খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলাকালে নদী ও সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের সহায়তা করা হয়ে থাকে। যাতে তারা ওই সময়টাতে পরিবার নিয়ে চলতে পারে। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এমন শ্লোগানে মৎস্য সপ্তাহের এই কর্মসূচী ৫ আগস্ট পর্যন্ত চলবে।