দেশব্যাপী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যে কারণ চলমান পরিস্থিতিতে সল্প আয়ের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পটুয়াখালীতে নিম্ম আয়ের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ সকালে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরন করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
দেশের কারফিউ চলাকালীন সময়ে সল্প আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হওয়ার কারণে পরিস্থিতি বিবেচনা করে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা।
দি পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান (বাপ্পি), দেলোয়ার হোসেন আকন, মোঃ ফারুক মৃধা, মোঃ জামাল হোসেন সহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।