সেনবাগে সাড়ে ৩শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার দুপুরে এউপলক্ষে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অজুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের সভাপতিত্বে ও মাষ্টার আবদুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্কুল ব্যাাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় অন্যণ্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজাহান ভূঁইয়া, বিশিষ্ঠ সমাজসেবক ও দলিল লিখক মোঃ আলী হোসেন রতন, সমাজসেবক ও ঠিকাদার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার, রাজনৈতিক ব্যাক্তিত্ব হোসেন শহীদ সরওয়াদ্দী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কুতুবউদ্দিন, ইউপি সদস্য সেরাজুল হক, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এনএম শহিদ উল্লাহ।
উল্লেখ্য ঃ ইউনিয়ন পরিষদের ১% থেকে প্রাপ্ত টাকা দিয়ে অজুনতলা ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী, অসহায় ও দুঃস্থ ৩শত ৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ তিবরণ করা হয়।