‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো র্স্মাট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে কর্মসূচি মোতাবেক সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের শুরুতেই উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু ৩০ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সমূহ উপস্থাপন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক আবদুল মান্নান আকন্দ, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, শাহ মোঃ রেদওয়ানুর রহমান, ইমদাদুল হক, জুয়েল রানা, আবু বক্কর সিদ্দিক প্রমূখ। এ সময় উপজেলা মৎস্য অফিসার জানান, বিল, ঝিল, হাওড়, বাওড়, নদী নালা, পুকুর ডোবায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। কারণ মাছের চেয়ে এত বেশি নিরাপদ আমিষ আর কোথাও নাই। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।