গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গনে ৫ শতাধিক পরিবার গৃহহারা হয়ে পড়েছে। ভাঙ্গন হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনাসহ অসংখ্যা বসতবাড়ী ও ফসলী জমি।
বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তিস্তা নদীতে তীব্র ¯্রােত দেখা দেয়। ¯্রােতের তীব্রতায় হরিপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডে বসবাসরতদের মধ্যে ৫ শতাধিক পরিবার ইতোমধ্যে ভাঙ্গন কবলিত হয়ে গৃহহারা হয়েছেন। তারা বসতবাড়ী ও ফসলী জমি হারিয়ে নি:শ^ হয়ে বেরি বাঁধ ও স্বজনদের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভাঙ্গন কবলিত এলাকাগুলো হচ্ছে কানিচরিতাবাড়ী, চরমাদারীপাড়া, রাঘব, পাড়াসাদুয়া ও মাদারীপাড়া ওয়ার্ড। এ সকল ওয়ার্ডে অবস্থিত অন্যান্য পরিবারগুলো ভাঙ্গনের মুখে পড়ে প্রতিদিন হারাচ্ছেন বসত ভিটা ও আবাদি জমি। ভাঙ্গন হুমকির মুখে পড়েছে ঐ সকল ওয়ার্ডে অবস্থিত ছোট বাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, ইতোমধ্যে তাঁর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের সিংহভাগ নদীগর্ভে বিলীন হয়েছে। এই ভাঙ্গন অব্যাহত থাকলে ৫ ওয়ার্ডের ২ সহ¯্রাধিক পরিবারসহ হাজার হাজার হেক্টর ফসলী জমি নদীগর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এপর্যন্ত ৫ শতাধিক পরিবার গৃহহারা হয়েছেন। নদী গর্ভে চলে গেছে শত শত হেক্টর আবাদি জমি। তিস্তা নদীর ভাঙ্গন ঠেকাতে না পারলে তার ইউনিয়নের অর্র্ধেকটাই তিস্তা নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাই ভাঙ্গন ঠেকাতে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবী করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম জানান, ভাঙ্গন কবলিত এলাকাগুলো ঘুরে ঘুরে স্বচোখে দেখেছি। ভাঙ্গন ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিকট বাস্তবতা তুলে ধরেছি। গৃহহারাদের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি।