গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামের মাহফুজুর রহমান ছেলে।
জানাযায়, গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার টোক সড়কের জলপাই তলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রাজিব সড়কের পাশে পড়েছিল এবং তার পাশে মোটরসাইকেলটিও পড়েছিল। মুমূর্ষ অবস্থায় সড়কের পাশে পড়ে সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর নেওয়ার পথে সে মারা যায়।
বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আতাউজ্জামান বাবলু জানান, স্থানীয়দের কাছ থেকে সড়ক দুর্ঘটনায় রাজীব নামে একজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। পরে কাপাসিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এ ছাড়া স্থানীয় ওয়ার্ড মেম্বারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউই বলতে পারছে না। তবুও বিষয়টি পুলিশ তদন্ত করবে। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।