পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল। বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম মোজাহারুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, হরিপুর ইউপি চেয়ারম্যন মোঃ মকবুল হোসেন প্রমুখ।