পাবনার চাটমোহর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল। বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী প্রমুখ। একইদিন উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।