‘ভরবো মাছে মোদের দেশ, হবে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশে বুধবার উদ্বোধন হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে পাবনার চাটমোহর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃুদ্ধ অর্জনে অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন। আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।