ফরিদপুরের নগরকান্দায় পূবালী ব্যাংকের ১৯৯ তম উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নগরকান্দা সদর বাজারের ইউনাইটেড টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার। পূবালী ব্যাংক ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আইরিন পারভিন এর সভাপতিত্বে এবং নগরকান্দা শাখার ব্যবস্থাপক মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, নগরকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী সৈয়াদ আলী, সরকারী এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়েদুর রহমান বাবলু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল হোসেন মোল্লা, রেজাউল করিম সেলিম, জাহাঙ্গীর ইকবাল, শওকত আলী শরীফ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মুন্সী ইয়াহিয়া, মেহেদী হাসান কেরামত, সুরুজ তালুকদার, ওলিউর রহমান মাষ্টার প্রমুখ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, জন প্রতিনিধি, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে নগরকান্দা উপ শাখার শুভ উদ্বোধন করেন।