নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শীতলঘাট এলাকা থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে। আটক আবদুর রশিদ(২০) উপজেলার নিতপুর দিঘিপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ সহ কয়েকজনের একটি দল সোমবার দিবাগত রাতে গরু নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ২৩০মেইন পিলারের শীতলঘাট এলাকায় পৌঁছলে টহলরত ভারতের হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ স্পেশাল সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলও বিএসএফ সদস্যরা রশিদকে ধরে আটক করে নিয়ে যায়। ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেফ আলী বিএসএফ সদস্য কর্তৃক রশিদকে আটক করার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, রশিদ একজন মানসিক রোগী বলে জানতে পেয়েছেন। তবে তারা বিএসএফের সাথে যোগাযোগ করছেন। তাদের সাথে বসলে আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।