ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ‘র-২৪ এর বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহমেদ কামরুল হুদা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রহিমা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: আবদুল হক, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, প্রধান শিক্ষক ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো: আবদুর রহিম, প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, সুপার মো: আবু বক্কর ভূইয়া, শিক্ষার্থী নৌরিন জাহান সাথী ও অদিতি দেব। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষার্থী ছাড়াও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকসহ স্কাউটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলার মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।