পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৩০ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কাউখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক রতন কুমার দাস, আরটিভি জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচিগুলোর মধ্যে থাকবে মতবিনিময় সভা, মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা, শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিষ্ঠানের জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষের উপর সাফল্য বিষয় প্রামাণ্য প্রদর্শনী, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সহ বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আগামীকাল ৩১ জুলাই বুধবার সকাল ১১ টায় ব্যানার ফেস্টুন সহযোগে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এভাবে আমরা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন করবো।