টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মৎস্যজীবি, খামারী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম ও সম্পাদক অপু তালুকদার শিপলু, খামারী ও মৎস্য উপকরণ ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম, মৎসজীবি সুবল রাজবংশী প্রমূখ উপস্থিত ছিলেন।