টাকায় কি-না হয়! তারই নজির গড়লেন যশোরের মণিরামপুরে মিজানুর রহমান নামের এক প্রধান শিক্ষক। ৯ বছর ধরে মামলার জালে অদ্যাবধি বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি নেই। সেই অবধি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর করে আসছেন দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার। তারপরও পদে পদে জালিয়াতি করে ছোট ভাইকে নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এখানেই ক্ষ্যান্ত হননি প্রধান শিক্ষক। বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক পদে শ্যালককে নিয়োগের যাবতীয় কার্যাদি সম্পন্ন করেছেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাঙ্গামহিষদিয়া পালিয়ালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। নিয়োগের বিষয়টি জানাজানির পর এলাকায় তোড়পাড়ের সৃষ্টি হলে প্রধান শিক্ষক এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছেন। বিষয়টি উপজেলা প্রশাসন আমলে নিয়ে নড়েচড়ে বসতে শুরু করেছেন।
জানা যায়, ২০১৫ সাল থেকে মামলার জালে ডাঙ্গামহিষদিয়া পালিয়ালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি নেই। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চলতি মাসের ১০ জুলাইও বিদ্যালয়ের জুন মাসের বেতন বিলে স্বাক্ষর করেছেন ইউএনও জাকির হোসেন।
চলতি বছরের ১৮ জানুয়ারী বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রিজাইডিং অফিসার নিযুক্ত হন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডি) বিশ্বজিৎ কুমার ঘোষ। তিনি চলতি বছরের ২৩ জানুয়ারি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফসিল ঘোষনা করেন। যার ভোট গ্রহনের দিন ধার্য্য করা হয় ১৭ ফেব্রুয়ারি।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলোনা। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সদস্যরা নির্বাচিত হন। এরপর সভাপতি নির্বাচনের জন্য গত ২২ ও ২৪ ফেব্রুয়ারী তারিখে দুইবার নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত দিনে মাত্র তিনজন সদস্য ছাড়া বাকিরা অনুপস্থিত ছিলেন। এমনকি প্রধান শিক্ষক মিজানুর রহমান নিজেও উপস্থিত হননি।
মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে প্রবিধিমালা ২০২৪ ইং অনুযায়ী, সংখ্যা গরিষ্ঠ সদস্য উপস্থিত না হওয়ায় গত ৩ মার্চ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করা হয়। যার স্মারক নং-৪৭.৬২.৪১.৬১.১০১.০৪.০০১.২৩/১৫১।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি বানাতে পদে পদে প্রয়োজনীয় কাগজ পত্রাদি জালিয়াতি করে যশোরে শিক্ষা বোর্ডে আবেদন করেন। ভূয়া কাগজ পত্রাদির প্রয়োজনীয় সিল ও স্বাক্ষর জালিয়াতি করে আপন ছোট ভাই আনারুল ইসলামকে সভাপতি করে নিয়মিত ম্যানেজিং কমিটি বাগিয়ে এনেছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককের আনা কমিটির অন্যান্য সদস্যরাও জানেন না তারা ওই কমিটির সদস্য।
এদিকে সর্বত্র চাউর উঠেছে সকল কাগজ পত্রাদি জালিয়াতির সাথে জড়িত রয়েছেন বিআরডিবি অফিসের এক কর্মচারী। তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে ওই প্রিজাইডিং অফিসারের কম্পিউটার থেকে নথি চুরি করে কমিটি গঠনের সকল কাগজ পত্রাদি প্রধান শিক্ষককে সরবরাহ করেছেন।
এ কমিটি দেখিয়ে নিয়োগ বোর্ডের সকল কার্যাদি সম্পন্ন করতে ডিসি ও ডিজির প্রতিনিধি নেয়া হয়। এরপর ২৭ জুলাই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে খাটুয়াডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শ্যালক বিল্লাল হোসেনকে নিয়োগ প্রদান করা হয়। অভিযোগ উঠেছে ১০ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়েছে।
নিয়োগ বোর্ডের এ ঘটনা জানাজানির পর উপজেলা প্রশাসনসহ এলাকাবাসীর মাঝে তোড়পাড়ের সৃষ্টি হয়। এমনকি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়। এ ছাড়া ঘটনা বেগতিক দেখে এলাকাবাসীর রোষানলের হাত থেকে নিজেকে রক্ষা করতে প্রধান শিক্ষক সোমবার সন্ধ্যার পর থেকে গাঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মিজানুর রহমান নিয়োগের বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে কোন কমিটি নেই। বিধায় নিয়োগের প্রশ্নই উঠেনা। এক প্রশ্নের জবাবে ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রধান শিক্ষক বলেন বিধিমালা অনুযায়ী বোর্ডে আবেদন করে কমিটি অনুমোদন করানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, নিয়মিত কমিটি, ডিসি ও ডিজির প্রতিনিধি দেখেই নিয়োগ বোর্ড করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, বিষয়টি জানার পর নিয়োগ বোর্ড স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে প্রধান শিক্ষককে কমিটির কাগজ পত্রাদি নিয়ে হাজির করাতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।