রামু উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হিমছড়ি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি। বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশিলন' আয়োজিত সভায় সংস্থার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন সুশিলনের ট্রেনিং স্পেশালিষ্ট আমিন উদ্দিন।
রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব রাজকুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এম ডি শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সুশিলনের উপজেলা প্রজেক্ট অফিসার আজিজুর রহমান জুয়েল, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।