কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) -এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে ৮ দলের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে ভাষানিয়া ইউনিয়ন আসাদপুর ইউনিয়নকে ১-০ গোলে, জয়পুর ইউনিয়ন মাথাভাঙা ইউনিয়নকে ২-০ গোলে, দুলালপুর ইউনিয়ন চান্দেরচর ইউনিয়নকে টাইব্রেকারে ৪-২ গোলে ও ঘাগুটিয়া ইউনিয়ন ঘারমোড়া ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে নিজ নিজ খেলায় জয়ী হয়। সবগুলো খেলা হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন।