চব্বিশ ঘণ্টার ব্যবধানে একই ব্যর্থতার মঞ্চায়ন করল শ্রীলঙ্কা। টপণ্ডঅর্ডারের ভালো শুরুর পর হুড়মুড়িয়ে ধসে পড়ল মিডল-অর্ডার। বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে বাকি কাজ সহজেই সারল ভারত। পাশাপাশি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলল। পাল্লেকেলেতে দুই দফা বৃষ্টির কবলে পড়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারতের জয় ৭ উইকেটে। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। রোববারের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। ভারতের ইনিংসের শুরুতেই বৃষ্টি নামলে ৮ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। ৯ বল বাকি থাকতেই সেটি ছুঁয়ে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা। অথচ আরও বড় স্কোরের ভিত দাঁড় করে ফেলেছিল শ্রীলঙ্কা। একপর্যায়ে ১৫ ওভারে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩০ রান। পরের ৫ ওভারে মাত্র ৩১ রানে ৭ উইকেট হারিয়ে প্রত্যাশার অনেক আগেই থেমে যায় তারা। আগের ম্যাচে শেষ দিকে ৩০ রানে ৯ উইকেট হারিয়েছিল তারা। রান তাড়ায় দ্বিতীয় বলেই সুযোগ পান ইয়াশাসভি জয়সওয়াল। দাসুন শানাকার বলে মিড অন থেকে অনেকটা দৌড়েও ক্যাচ নিতে পারেননি মাথিশা পাথিরানা। পরের বলে চার মারেন জয়সওয়াল। এরপর বৃষ্টিতে ৭০ মিনিট বন্ধ থাকে খেলা। নতুন লক্ষ্যে খেলা শুরু হলে আবার বাউন্ডারি মারেন জয়সওয়াল। তবে শুবমান গিলের ঘাড়ের ব্যথায় পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি আরেক ওপেনার সাঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারে মাহিশ থিকশানার প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি। এতে অবশ্য দমে যাননি জয়সওয়াল। ওয়ানিন্দু হাসারাঙ্গার করার পরের ওভারের প্রথম দুই বলে তিনি মারেন ছক্কা ও চার। এক বল বাউন্ডারি মারেন সুরিয়াকুমার ইয়াদাভ। থিকশানার পরের ওভারে টানা তিনটি চার মারেন ভারত অধিনায়ক। পঞ্চম ওভারে পাথিরানার বল ছক্কায় উড়িয়ে স্বাগত জানান সুরিয়াকুমার। জবাব দিতে সময় নেননি তরুণ পেসার। পরের বল আবারও ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ১২ বলে ২৬ রান করা সুরিয়াকুমার। পরের ওভারে হাসারাঙ্গার বলে ছক্কা মেরে ফিরে যান জয়সওয়াল। ৩ চার ও ২ ছক্কায় তিনি করেন ১৫ বলে ৩০ রান। তবে হার্দিক পান্ডিয়ার একটি করে চার-ছক্কায় ওভার থেকে আসে ১৮ রান। জয়ের জন্য দুই ওভারে বাকি থাকে স্রফে ৬ রান। সপ্তম ওভারে পাথিরানার বলে পরপর দুটি চার মেরে ম্যাচ শেষ করেন পান্ডিয়া। ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। প্রথম দফার বৃষ্টিতে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হওয়া ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। চতুর্থ ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন ১১ বলে ১০ রান করা কুসাল মেন্ডিস। তবে চাপ আসতে দেননি পাথুম নিসাঙ্কা ও কুসাল পেরেরা। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৩৬ বলে গড়ে তোলেন ৫৪ রানের জুটি। আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা নিসাঙ্কা এদিন থামেন ২৪ বলে ৩২ রান করে। কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন পেরেরা। ত্রয়োদশ ওভারে একশ পূর্ণ করে লঙ্কানরা। ৩১ বলে ক্যারিয়ারের ১৪তম পঞ্চাশ করেন পেরেরা। কামিন্দুর সঙ্গে তার জুটিতে আসে ৩৪ বলে ৫০ রান। ১৫ ওভারে ১৩০ রান নিয়ে বড় সংগ্রহের আশা জাগায় স্বাগতিকরা। সেখান থেকেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। ১৬তম ওভারে একই জায়গায় একই ফিল্ডারের হাতে ধরা পড়েন কামিন্দু ও পেরেরা। হার্দিক পান্ডিয়ার প্রথম ও শেষ বলে দারুণ দুটি ক্যাচ নেন রিংকু সিং। পরের ওভারে পরপর দুই বলে দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান রাভি বিষ্ণই। এরপর শেষের ব্যাটসম্যানরাও পারেননি তেমন কিছু করতে। কোনোমতে দেড়শ পেরিয়ে থামে স্বাগতিকরা। বিষ্ণই নেন ৩ উইকেট। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তরুণ এই রিস্ট স্পিনার। এ ছাড়া আর্শদিপ সিং ও আকসার প্যাটেলের ঝুলিতে জমা পড়ে ২টি করে শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬১/৯ (নিসাঙ্কা ৩২, কুসাল ১০, পেরেরা ৫৩, কামিন্দু ২৬, আসালাঙ্কা ১৪, শানাকা ০, হাসারাঙ্গা ০, রামেশ ১২, থিকশানা ২, পাথিরানা ১*; সিরাজ ৩-০-২৭-০, আর্শদিপ ৩-০-২৪-২, আকসার ৪-০-৩০-২, বিষ্ণই ৪-০-২৬-৩, পারাগ ৪-০-৩০-০, পান্ডিয়া ২-০-২৩-২)
ভারত: (লক্ষ্য ৮ ওভারে ৭৮) ৬.৩ ওভারে ৮১/৩ (জয়সওয়াল ৩০, স্যামসন ০, সুরিয়াকুমার ২৬, পান্ডিয়া ২২*, পান্ত ২*; শানাকা ১-০-১২-০, থিকশানা ২-০-১৬-১, হাসারাঙ্গা ২-০-৩৪-১, পাথিরানা ১.৩-০-১৮-১)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারত ৭ উইকেটে জয়ী
ম্যান অব ম্যাচ: রাভি বিষ্ণই
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ২-০তে এগিয়ে