ঝিনাইদহের কালীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী কৃষাণ কৃষাণীদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বারোবাজার আশ্রয়ণ প্রকল্পের সামনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) এর আওতায় এ উপকরণ বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন, কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কৃষিবিদ ইমদাদুল হাসান, সাগর হোসেন, দেবাশিষ কুমার প্রমুখ। এ সময়ে কৃষাণ কৃষাণী ৮০ টি পরিবারের মাঝে ২২ ধরনের শাক শবজির বীজ বিতরন করা হয়।