প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতে নি¤œ আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে সোমবার (২৯ জুলাই) বিকেলে সাহেব বাজার জিরোপয়েন্টে ৭ শতাধিক ব্যক্তিকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ মিলিগ্রাম সেয়াবিন তেল। আর দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া নি¤œ আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে সোমবার বিকেলে নিশ্চিত করেছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
খাদ্য সামগ্রী বিতরণকালে মেয়র লিটন বলেন, সারাদেশে অরাজকতা ও সহিংসতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে নি¤œ আয়ের মানুষেরা সংকটে পড়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নি¤œ আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ (সোমবার) প্রথমদিনে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। এ সময় দেশে নৈরাজ্য ও সহিংসতাকারীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকারও নির্দেশনা দেন মেয়র লিটন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।