নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় মাটি খনন করার সময় রাইফলের পরিত্যক্ত কার্তুজ বের হয়েছে। শহরের নতুন বাবু পাড়ায় একটি বাড়ির মাটি খননের সময় রাইফেলের ওই ৭৮টি কার্তুজ বের হয়ে আসে। ২৮ জুলাই শহরের নতুন বাবুপাড়া থেকে ওইসব কার্তুজ উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধার হওয়া পরিত্যক্ত এসব কার্তুজ স্বাধীনতা যুদ্ধের সময়ের থ্রি নট থ্রি রাইফেলের বলে ধারনা করা হয়। বাড়ির মালিক কাজী গোলাম আবদুল কাদের জানান, শ্রমিকেরা বাড়ির সিঁড়ি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন। মাটি প্রায় তিন ফুট খননের সময় কার্তুজগুলো বের হয়ে আসে। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ সেখান থেকে কার্তুজগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম বলেন, এসব কার্তুজ স্বাধীনতাযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। সবগুলো কার্তুজ পরিত্যক্ত এবং ব্যবহার অনুপযোগী।