পারিবারিকভাবে অনার্স পড়-য়া কলেজ ছাত্রীর সাথে জোরপূর্বক পঞ্চাষোর্ধ বয়সের দুই সন্তানের জনকের বিয়ে ঠিক করায় চিরকুট লিখে অভিমানে আত্মহত্যা করেছে কলেজছাত্রী সীমা মন্ডল (২২)। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে।
সোমবার সকালে থানা পুলিশ মৃত ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের হতদরিদ্র মাধব মন্ডলের মেয়ে সীমা মন্ডল ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছিল। অতিসম্প্রতি সীমার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য পঞ্চাষোর্ধ বয়সের দুই সন্তানের এক ব্যক্তির সাথে বিয়ে ঠিক করেন।
সূত্রমতে, সীমা পরিবারের সিদ্ধান্তের এই বিয়ে মেনে নিতে না পেরে অভিমান করে রোববার দিবাগত রাতে সবার অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ হিসেবে সীমা একটি চিরকুটে এসব তথ্য লিখে রেখে গেছেন।