নীলফামারীর সৈয়দপুরে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে তিনগুন। দেশের চলমান পরিস্থিতির অজুহাত দিয়ে কতিপয় ব্যবসায়ি দাম বাড়িয়ে দিয়েছেন দ্বিগুন ও তিনগুন পর্যন্ত। এখানে কথা বলার কোন সুযোগ নেই। দাম নিয়ে একটু প্রশ্ন তুললে ব্যবসায়ি কর্তৃক ক্রেতাদের হতে হয় অপমানিত। কারফিউ চলাকালেও সৈয়দপুর বাজারের বেশ কয়েকটি স্থানে আনারস বিক্রি হয়েছে একটির দাম ৪০ টাকা করে। হঠাৎ করে বাজারে একটি আনারস ৪০ টাজার পরিবর্তে বিক্রি করা হচ্ছে ১শ টাকা দরে। বাজারে আনারস কিনতে আসা সাংবাদিক অনিক এ মন্ডল জানান, আমি দুদিন পুর্বে একটি আনারস কিনেছি ৪০ টাকায়। আর আজ এসে দেখি একই সাইজের আনারস দাম চাচ্ছে ১শ টাকা। দাম বেশির কারণ জানতে চাইলে অজুহাত দেখান দেশের চলমান সমস্যার কথা। এদিকে কয়েক দিন থেকে পড়ছে প্রচন্ড গরম। গরমের কারণে অনেকেই ডাবের পানি পান করেন। ডাব কিনতে আসা মোঃ আনোয়ার হোসেন জানান, আমি কয়েকদিন পুর্বে একটি মাঝারি ডাব কিনেছি ৫০ টাকা। আজ একই দোকানে এসে একটি ডাব চাচ্ছে ১শ ৬০ টাকা। তাও আবার এক দাম বললেন দোকানদার। সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে আম কিনতে আসা মোঃ মাহবুব আলম ঝন্টু জানান, যে আমের কেজি ছিল ৪০ টাকা থেকে ৫০ টাকা। আজ সেই আমের কেজি কিনতে হচ্ছে ১শ টাকা। দাম বেশির কারণে আম না নিয়ে ফিরে আসি। দেশের এ অবস্থায় এক শ্রেণির টাউট এবং অসৎ দোকানদার পণ্যের দাম নিজের ইচ্ছেমত নিচ্ছেন। নীলফামারী জেলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন জানান, এত দাম বেশি হলে কিভাবে আমরা ফলমুল খাব। এটা কতিপয় ব্যবসায়িদের কারসাজি বলে মনে করেন তিনি। এ ব্যাপারে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ ওবায়দুল ইসলাম বলেন, দেশের এ সময়ে যে সকল ব্যবসায়ি দাম বাড়িয়ে জনগনকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায় তারা আসলে অমানুষ। এদের দমনে সকলকে এগিয়ে আসতে হবে।