পাবনার সুজানগরের কদিম মালঞ্চী গ্রামে ফকির আবদুল মান্নান নামে এক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক একই গ্রামের হতদরিদ্র রইচ শেখ ও তার ছোট ভাই তইজ শেখের ১৪শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে অবৈধভাবে রেজিস্ট্র করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে ওই জমি সে আলম সরদার নামে এক ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছে বলেও একই অভিযোগে প্রকাশ। যার দলিল নং- ৪৪৪৯ ও ২৪৯৯। খতিয়ান নং-৪৪১, দাগ নং ১০০৫ ও ১০০৬, মৌজা কদিম মালঞ্চী।
জানা যায়, ওই রইচ শেখ ও তইজ শেখ দীর্ঘদিন আগে ক্রয় সূত্রে কদিম মালঞ্চী মৌজায় অবস্থিত ১৪শতাংশ জমির মালিক হয়ে তাদের নামে খারিজ করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করত ওই জমি ভোগ দখল করে আসছিলেন। যার দলিল নং- ৪৪৩৫, খতিয়ান নং-৪৫১, দাগ নং ১০০৫ ও ১০০৬, মৌজা কদিম মালঞ্চী। কিন্তু ওই মান্নান বেশ কিছুদিন আগে প্রতারণার আশ্রয় নিয়ে রইচ শেখ ও তইজ শেখের নামের বঃকলমে শহীদুর রহমানের নাম উল্লেখ করে ওই জমি অভৈধভাবে জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেয়। পাশাপাশি সম্প্রতি সে ওই জমি একই গ্রামের আলম সরদারের নিকট বিক্রি করে। বর্তমানে ওই আলম সরদার অবৈধভাবে ওই জমি জবর দখল করছে। তবে প্রতারক আবদুল মান্নানের জাল দলিলের সাথে রইচ শেখ ও তইজ শেখের জমির দাগ নম্বরের মিল থাকলেও খতিয়ান নম্বরের কোন মিল নাই। ভুক্তভোগী রইচ শেখ ও তইজ শেখ জানান, আমাদের জমির আরএস খতিয়ান নং-৪৫১। আর আবদুল মান্নানের জাল জলিলের খতিয়ান নং-৪৪১। ফলে তিনি যে, প্রতারণার মাধ্যমে জাল দলিল করে আমাদের ১০০৫ ও ১০০৬ নং-দাগের ১৪শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছে সেটি ওই ভুয়া খতিয়ান দ্বারা প্রমাণিত হয়। তাছাড়া এ ব্যাপারে স্থানীয়ভাবে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সালিশি বৈঠকেও উভয়ের দলিলপত্র পর্যালোচনা করে মান্নারের দলিল জাল বলে প্রমাণিত হয়। শুধু তাই না এ-সংক্রান্ত মামলায়ও রইচ শেখ ও তইজ শেখ ডিগ্রী পেয়েছেন। কিন্তু তার পরও প্রভাবশালী মান্নানের মদদে ওই আলম ভুয়া দলিলে ক্রয় করা ওই জমি জবর দখল করে ভোগ দখল করছে। এ বিষয়ে জানতে ওই মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।