কালীগঞ্জ নলডাঙ্গা সড়কে মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ হোসেন (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুর ২ টারদিকে আব্দুল্লাহ হোসেন মটর সাইকেল চালিয়ে নলডাঙ্গা বাজার থেকে গ্রামের বাড়ি ফিরছিল। পথিমধ্যে যাত্রাপুর নামক স্থানে পৌছালে সে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা মারে। এ সময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ হোসেন যাত্রাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্ট শ্রেনির ছাত্র খড়াশিং গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। নলডাঙ্গা বাজারের সাংবাদিক আহসান কবির বলেন, আব্দুল্লাহ বেপরোয়া ভাবে মটর সাইকেল চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রাপুর বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা মেরে সে গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় সে মারা যায়।