চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রধান সড়ক চন্দনাইশ-বরকল সড়কের কালিহাট সংলগ্ন এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে পড়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন এবং সাধারণ পথচারীরা। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন প্রায় ৪/৫দিন ধরে কালভার্ট ভেঙ্গে পড়া সড়কটি দিয়ে হালকা যান ছাড়াও উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেট থেকে প্রতিদিন ২৫টি যাত্রীবাহী বাস আসা-যাওয়া করে আসছে। মরণ ফাঁদ সড়কটি দিয়ে বরকল,বরমা,বৈলতলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ছাড়া প্রতিনিয়ত হাজারো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। জনগুরুর্ত্বপূর্ণ দীর্ঘ ১০ কিমি: এই চন্দনাইশ-বরকল সড়কের মাঝপথের কালভার্টটি গত কয়েকদিন ধরে ভেঙ্গে পড়লেও সংস্কার করার কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে রাতে আধ^াঁরে যে কোন মুহুর্ত্বে যানবাহন কিংবা পথচারীদেরকে দুর্ঘটনার পতিত হওয়া আশঙ্কা রয়েছে। স্থানীয় বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু জানান-যে কোন মুহুর্তে¦ সড়কটির কালভার্ট ভাঙ্গাঁ এলাকায় দুর্ঘটানা ঘটতে পারে। বিধায় জরুরী ভিত্তিতে কালভার্টটি মেরামত করা প্রয়োজন। এ ব্যাপারে দোহাজারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চামকার সাথে যোগাযোগ করা হলে তিনি শিগগির কালভার্টটি সংস্কার করা হবে হবে জানান।