কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব সলিয়াবাকপুর গ্রামের মৃত আবদুল মান্নান হাওলাদারের ছেলে জসিম উদ্দিন (৩৫)।
ঘটনার ১১দিন পেড়িয়ে গেলেও হৃদরোগে আক্রান্ত হয়ে শষ্যাশয়ী নিহত জসিমের বৃদ্ধা মা মেহেরুন্নেছা বেগম, স্ত্রী সুমি বেগম ও পঞ্চম শ্রেণীতে পড়-য়া মেয়ে জান্নাতের চোখ দিয়ে অনবরত ঝড়ছে অশ্রু। তাদের বুকফাটা আর্তনাদ কিছুতেই থামছেনা। জসিমের দেড় বছর বয়সের শিশু ছেলে সাইফ এখনও বুঝছেনা তার বাবা আর কোনদিন ফিরে আসবেনা।
১০ বছর বয়সের মেয়ে জান্নাত নিহত বাবার ছবি বুকে জড়িয়ে বিলাপ করে বলছে, বাবা আর কোন দিন আসবেন না, আদর করে আমাদের দুই ভাই-বোনকে বুকে জড়িয়ে ধরবেন না। আমরা কাকে বাবা বলে ডাকবো। স্বামীকে হারিয়ে পাগল প্রায় সুমি বেগমের দুইচোখে অমানিশার ঘোর অন্ধকার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, স্বামীই ছিলেন তার একমাত্র অবলম্বন। নোয়াখালীতে তার (সুমি) বাবার বাড়ির অবস্থাও ভালো না। কিভাবে চলবে সন্তানদের লেখাপড়াসহ তাদের সংসার।
উল্লেখ, গত প্রায় ১৫ বছর ধরে ঢাকায় বসবাস করে আসছেন জসিম উদ্দিন। বৃদ্ধা অসুস্থ মাকে দেখভালের জন্য স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে রেখে ছিলেন জসিম উদ্দিন। উত্তরার ৫ নম্বর সেক্টরের এমএসএ ওয়ার্কসপে চাকরি করতেন জসিম। ঘটনার দিন গত ১৯ জুলাই দুপুরে জসিম ৭ নম্বর সেক্টরের ফরহাদ অটো পার্টসের দোকানে যান মাইক্রোবাসের পার্টস কিনতে। সেখান থেকে নিজ ওয়ার্কসপে ফেরার সময় উত্তরা ৫ নম্বর সেক্টরে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিম উদ্দিন। পরেরদিন ২০ জুলাই সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।