দিনাজপুরের পার্বতীপুরে মশিউর রহমান (৪২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পার্বতীপুর মডেল থানা পুলিশ সোমবার সকাল ১০টায় উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়া ফকিরপাড়া এলাকার নির্মাধীন সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দুরে নিহতের ব্যবৃহত একটি ডায়াং মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়াও নিহতের ভ্রুর নিচে আঘাতে চিহ্ণ রয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-পরির্দশক (এসআই) মৃগেন্দ্রনাথ রায়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পুলিশ সোমবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়। নিহত মশিউর রহমান পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর মাষ্টারের ছেলে। তবে, কখন কিভাবে তার মৃত্যু হয়, সে ব্যাপারে নিহতের পরিবারের কেউ কিছু বলতে পারেনি। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, ময়না তদন্ত না হওয়া পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোন কিছু বলা সম্ভব নয়।