পানির অভাবে পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন পাবনার সুজানগরের পাট চাষীরা। আষাঢ় মাস শেষে শ্রাবণ মাস আসলেও উপজেলায় তেমন বৃষ্টিপাতের দেখা নেই। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে উপজেলার অধিকাংশ খাল,বিল, ডোবা এবং জলাশয়ে তেমন পানি নেই। যেটুকু পানি আছে তা পাট পচানের জন্য যথেষ্ট নয়। ফলে পাট চাষিরা বৃষ্টির আশায় পাট কেটে কেউ বা জমির পাশে আবার কেউবা খাল, বিল ও ডোবার পাশে স্তুপ করে রেখেছেন। এদের মধ্যে অনেকে আবার পাট পচানোর উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ায় ডোবা, খাল, বিল ও জলাশয়ের অল্প পানিতেই পাট পচাচ্ছেন। তবে এতে পাটের রং ভাল হচ্ছেনা। আর রং ভাল না হলে দামও ভাল পাওয়া যায়না বলে পাট চাষীরা জানান।
উপজেলার মানিকহাট গ্রামের পাট চাষী মন্টু খান বলেন এ বছর ৫ বিঘা জমিতে পাট আবাদ করেছিলাম। পাটের গাছ বেশ ভাল হয়েছে। কিন্তু প্রয়োজনীয় পানির অভাবে পাট পচানো নিয়ে দুশ্চিন্তায় আছি। একই এলাকার কৃষক ওমর আলী বলেন ৮ বিঘা জমির পাট কেটে জমির পাশে ¯ূÍপ করে রেখে দিয়েছি। কিন্তু আশপাশের খাল, বিল, ডোবা ও জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পচানো নিয়ে বিপাকে পড়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় খাল, বিল ও জলাশয়ে পাট পচানোর মতো পর্যাপ্ত পানি নেই। তবে পাট চাষীরা অল্প পানিতেই কৌশল করে পাট পচাচ্ছেন।