নওগাঁ সার্কিট হাউজের নবনির্মিত গেটের পিলারসহ ছাঁদ ও সাটারিং ভেঙে পড়লে সেখানে কর্মরত ৪ শ্রমিক আহত হয়েছেন।
রোববার বিকেল অনুমান সাড়ে ৫ টায় সার্কিট হাউজের নির্মানাধীন গেটেটি হঠাৎ ভেঙে পরে। গণপূর্ত বিভাগ গেটটি নির্মান করছিল। এ সময় সাটারিং নিচে পরা ৪ শ্রমিককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
আহত শ্রমিকরা হলেন নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো (৪০),শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে বাবু (৪২), সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন (৪০) এবং সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন (৪০)।
গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছিল।
নওগাঁ'র জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন।