নুর হোসেন(২৪) নিজের স্যালো মেশিন চালিয়ে ধানের ক্ষেতে পানি দিবে কৃষক। নিজের স্যালো মেশিন হেন্ডেল দিয়ে স্ট্যাট দিতে গিয়ে মেশিনের হেন্ডেল স্লিপ করলে একটি যন্ত্রাংশ নুর হোসেনের মাথায় প্রচন্ড আঘাত লাগে। এতে তার মাথা ফেটে যায় এবং মাথার খুলির একাংশে মারাত্মকভাবে ক্ষত হলে রক্তপাত হতে থাকে।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার (২৭জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নুর হোসেন উপজেলার চেংমারি (আলুবাড়ি) গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়,ঘটনার দিন নুর হোসেন বাড়ির পাশে ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য তার নিজস্ব স্যালো মেশিনটি চালু করতে যায়। এ সময় মেশিনের একটি যন্ত্রাংশ ছিটকে নুরের মাথায় লাগার সাথে সাথে মাথা ফেটে গিয়ে ক্ষতস্থানে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষণিক উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান,স্যালো মেশিন চালু করতে গিয়ে মেশিনের একটি যন্ত্রাংশ ছিটকে মাথা ফেটে নুর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়, পরিবারের পক্ষ থেকে জেলা এডিএম বরাবরে লিখিত অনুমতি চাইলে, অনুমতি প্রাপ্তির পর রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।