মাহমুদনগর ইউনিয়ন টাঙ্গাইল সদর উপজেলার সর্ব পশ্চিমের একটি ইউনিয়ন। বিস্তীর্ণ চরাঞ্চল। ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে যমুনা নদী, উত্তর ও পূর্ব পাশ দিয়ে ধলেম্বরী নদী বয়ে গেছে। বিশাল জনবসতি। খেলাধুলা ও শিক্ষা-সাস্কৃতিতে অনেক উন্নত। এই মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান হাইস্কুলের অনেক বড় মাঠ। বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সুনাম রয়েছে এখানে। গত পাঁচ বছর সুন্দর এই খেলার মাঠ বিরান মরুভূমির মতো পরে ছিলো। এলাকার তরুণ যুবকেরা মাঠের কোনায় স্মার্ট ফোন নিয়ে বসে থাকতো। মাদকের ছোবলের আশাঙ্কায় অভিভাবকরা উদ্দিগ্ন। ফুটবল মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনতে এগিয়ে এল ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত মাহমুদুল হাসান জাগ্রত সংঘ। নবগঠিত কমিটির অধীনের এলাকার তরুণ সমাজকে একত্র করে লটারীর মাধ্যমে ড্র করে ৬টি ফুটবল দল করা হলো। নামকরন করা হলো পদ্মা, মেঘনা, যমুনা, ধলেম্বরী,কর্ণফুলী, সুরমা একাদশ। ২৭ জুুলাই জাঁকজমকপূর্ন পরিবেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহমুদ নগর ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে কর্ণফুলী একাদশকে একমাত্র গোলে পরাজিত করেছে সুরমা একাদশ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এলাকার কৃতিসন্তান ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবদুর রশীদ। মাহমুদুল হাসান জাগ্রত সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ এনআইএমডিটি ম্যাটস এ- নাসিং কলেজের চেয়ারম্যান মোঃ শাহাদত হোসন, মাহমুদনগর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম শিকদার ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার একেএম জাহিদুল হক বাবু। উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আক্তারুজ্জামান লিটন। মাস ব্যাপী টুর্নামেন্টের শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।