বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর স্টেডিয়াম সড়ক সহ আশপাশে কিশোরগ্যাং এক মূর্তিমান আতংক। মাদক সহ নানা অসামাজিক কার্যকলাপ করে থাকে তারা। প্রতিনিয়ত ছিনতাই রাহাজানি সহ নানা অপরাধ গঠিত হয় এই সড়কের বিভিন্ন পয়েন্টে।
এমনই এক ঘটনা ঘটেছে স্থানীয় জে.কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সাথে। তার নাম সালমান শাহরিয়া (১০) সে গণিপুর জহির উদ্দিন হাজী বাড়ির মোখলেছুর রহমানের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, সুজন (১৮) অমিত (২০) আশিক (১৮) সহ ৫-৬ জনের একদল কিশোরগ্যাং এই এলাকায় ভাড়া থাকে। তাদের বাড়ি লক্ষ্মীপুর, সুবর্ণচর সহ বিভিন্ন জায়গায়। গত ১৮ তারিখে সালমান রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পানির খালি বোতল নিয়ে খেলা করতে কিশোরগ্যাং সদস্য সুজনের গায়ে লাগলে তারা উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে সে তাদের কাছে ক্ষমা চায়। এরই জের ধরে শনিবার সালমান শাহরিয়ার প্রাইভেট পড়ে ঐ সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে তার গতিরোধ করে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে খালে ফেলে দেয়। এ সময় তারা চিৎকার করে বলতে থাকে এখন বেঁচে গেলে ও তোকে হত্যা করা হবে। তার শোর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।