নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের গরীব, অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধিসহ ১০হাজার পরিবারের মাঝে ৩কেজি চাউল, ১কেজি করে আলু বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা এ চাউল ও আলু বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করিমুল হক সাথী, কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ নুর হোসেন ফরহাদ, কাউন্সিলর মোঃ ছিদ্দিক, রাসেল, আরজু, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।