সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে চালানো সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যলয়ের (রাবি) ১০টি হলের ১৫৮টি কক্ষে তান্ডব চালানো হয়েছে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটির কাছ থেকে এ তথ্যটি পাওয়া গেছে। রোববার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত আবাসিক হল ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরিদর্শনকালে কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বারা ক্ষতিগ্রস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়াউর রহমান হলসহ সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। এক প্রশ্নের প্রেক্ষিতে ভিসি বলেন, আন্দোলন চলাকালে বহিরাগত সন্ত্রাসীরা আমাদেরকে অবরুদ্ধ করে ফেলেছিল। অথচ প্রচার করা হয়েছিল ছাত্ররাই আমাদের অবরুদ্ধ করেছে, যা সঠিক নয়। ওই সময় প্রায় অর্ধশত শিক্ষক এবং প্রায় শতাধিক কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েছিল। পরে নাশকতা চালানো হতে পারে বিষয়টি অনুধাবন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাই। এরপর যৌথ বাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।
রোববার সকালে ক্ষতিগ্রস্ত আবাসিক হল ও অন্যান্য স্থাপনা পরিদর্শনকালে ভিসির সঙ্গে রাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার সহ রাবি প্রশাসনের ঊর্ধোতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম একরাম উল্যাহকে আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুলকে সদস্য সচিব করে গত বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনার বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী করণীয় (সুপারিশ) সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এজন্য কমিটিকে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
উপাচার্য বলেন, আবাসিক হলের প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন হল প্রাধ্যক্ষরা। তাতে দেখা গেছে ১০টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় চার কোটি টাকা। ভিসি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা আগে নিশ্চিত করতে হবে। এছাড়াও হলগুলোকে বসবাসের উপযোগী করতে হবে। বেশকিছু হল এমনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে কেউ দেখলে তার মনে আঘাত লাগবে। তাই আমরা চাইনা যে শিক্ষার্থীরা এসে এসব দেখুক। আমরা এসব সংস্কারের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক। প্রথমে যে আন্দোলন হয়েছিলো কোটা সংস্কারের দাবিতে, সেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিলো। কিন্তু গত মঙ্গলবার (১৬ জুলাই) একটা দুর্বিত্তায়ন হয়ে গেছে। ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে জ¦ালাও পোড়াও করেছে। আর পরদিন বুধবার (১৭ জুলাই) আন্দোলনকারীদের সাথে আমাদের তিনদফা বৈঠক হয়েছে। আলোচনা শেষে শিক্ষার্থীরা বাইরে গিয়ে জানালো তাদের থেকে মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। বহিরাগতরা ঢুকে গেছে, ফলে তাদের হাতে আর আন্দোলন নাই। তখন আমরা বুঝতে পারলাম যে খারাপ দিকে যাচ্ছে বিষয়টা।
তিনি বলেন, এদিন শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করেননি। আমরা লক্ষ্য করলাম বাইরে থেকে প্রচুর বহিরাগত সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হুইছেল বাজিয়ে ঢুকতে শুরু করলো। তারা প্রশাসন ভবনে তালা দিয়ে ইলেকট্রিসিটির লাইন কেটে, জেনারেটর বিস্ফোরণের চেষ্টা করে। এতে আমার সাথে থাকা প্রায় অর্ধশত শিক্ষক এবং প্রায় শতাধিক কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারলাম তারা নাশকতা করবে। এরপর আমরা বাধ্য হয়ে খবর পাঠালে এখানে থাকা যৌথ বাহিনী আমাদের উদ্ধার করেন।
তিনি আরও বলেন, এরপরই আমরা লক্ষ্য করেছি যে বিষয়টি আসলে কোটা আন্দোলনে আর নাই, সন্ত্রাসীদের অনুপ্রবেশ। তারা শুধু এতেই শান্ত হননি। ১৮ তারিখে প্রশাসনের জানাযা পড়িয়েছে। জানিনা কোনো ধর্মীয় বিধানে তা আছে কিনা। তারা তো ধর্মের কথা বলে। ধর্ম নিয়ে রাজনীতি করে।
উপাচার্য গোলাম সাব্বির বলেন, এবার সন্ত্রাসীরা যে আকারে এসেছে তাদের যে চেহারা আমরা দেখেছি তা আগামীর জন্য খুব আশঙ্কাজনক। সবাইকে অনুরোধ করবো শান্ত হতে। এসকল বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে তারা কিভাবে এগোতে চাই। কারণ, বিশ্ববিদ্যলয় মানেই এগিয়ে যাওয়া। আমরা একদিন যদি থেমে থাকি তাহলে অনেক পিছিয়ে যাচ্ছি। তাই বহুদূর আমাদের যেতে হবে।