বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পেশকারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ভুক্তভোগী এক মহিলা রোববার আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলার বাকাল গ্রামের দেব প্রসাদ কর্মকারের স্ত্রী সাবানা কর্মকার তিনি বলেন, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল মৌজার জেএলনং ৮৬, এস.এ খতিয়ান নং-৯২০/৯২৫, এস.এ ২৬৮৮ দাগের ৭৮ শতাংশ জায়গা সরকারে কাছ থেকে (ডিসিআর) লিজ নিয়ে ৫০ বছর ধওে আমরা ভোগ দখল করে আসছি। ডিসিআর নবায়নের জন্য ১৯ মার্চ উপজেলা ভূমি অফিসে আমার মেয়ে এ্যলিজাবেথ কর্মকার বাদী হয়ে ডিসিআরের জন্য আবেদন করেন। ডিসিআর দেওয়ার জন্য ভূমি অফিসের সার্ভের মো. মাসুদুর রহমান ৫০ হাজার টাকা ও পেশকার মো. নুরুজ্জামান ৫০ হাজার টাকা করে দুইজনে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি ও আমার মেয়ে এ্যলিজাবেথ তাদেও চাহিদা মতো এক লক্ষ টাকা পরিশোধ করে দেই। আমাদের কাছ থেকে তাদের চাহিদা মতো টাকা নেওয়ার পরেও ডিসিআর না দিয়ে টালবাহনা শুরু করেন তারা দুইজনে। সার্ভের মাসুদুর রহমান ও পেশকার মো. নুরুজ্জামান তারা আমাদের বলেন আমাদের প্রতিপক্ষ আবদুল কাদের ভাট্টির স্ত্রী ও কাদের ভাট্টির ছেলে ফারুক ভাট্টি ওই জায়গা ডিসিআর নেওয়ার জন্য আবেদন করেছেন।