মহানগর বিএনপির সদস্য সচিব অসুস্থ জিয়া উদ্দিন সিকদারকে অতিরিক্ত বরিশাল চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক চিকিৎসার ব্যবস্থা গ্রহন করার আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন।
রোববার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে আদালতে হাজির করার পর বিচারক এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আবুল কালাম আজাদ ইমন জানান, গত ২০ জুলাই বিকেলে নগরীর চৌমাথা এলাকায় কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় মহানগর বিএনপির নেতাকর্মীরা শোক মিছিল বের করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওইসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে কুপিয়ে আহত করা হয়। গুরুত্বর আহত জিয়া উদ্দিন সিকদারকে ঢাকার খিলগাঁও হেলথ এইডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে।