ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরূয়াইলে স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের দাবী দীর্ঘদিনের। কিন্তু জায়গার সমস্যায় আটকে গেছে নির্মাণ কাজ। বরাদ্ধের টাকা ফেরৎ গেছে দুইবার। জায়গা দিতে তিন পক্ষের লিখিত বিনিময় চুক্তিপত্র হয়েছে সাড়ে ৩ বছর আগে। আশার আলো দেখছিলেন স্থানীয়রা। কিন্তু অভিযোগ উঠেছে আক্কাস মুখলেছ কর্তৃক বারবার চুক্তির শর্ত ভঙ্গ ও নানা তালবাহানায় আটকে গেছে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের কাজ। ফলে ওই এলাকায় বৃদ্ধি পাচ্ছে চুরি ছিনতাই দাঙ্গা ও নদীর ডাকাতি। প্রতি মূহুর্ত শঙ্কায় কাটছে অরূয়াইল পাকশিমুলের মানুষের। এ ঘটনায় ইউপি আইন-শৃঙ্খলা সভায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক বক্তা। অধ্যক্ষ বলছেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন আনার পরই রহস্যজনক কারণে বারবার বেঁকে বসছেন তারা। আর মুখলেছরা বলছেন, ৩ মাসের মধ্যে দলিল করেননি কলেজ। এখন জায়গার দাম অনেক বেড়েছে। আমি অনেক ক্ষতির মধ্যে আছি। আমাকে পুষিয়ে দিতে হবে।
পুলিশ, কলেজ, চুক্তিপত্র ও স্থানীয় একাধিক সূত্র জানায়, অরূয়াইলে স্থায়ী তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য পুলিশ সুপারের প্রাপ্য ৩০ শতাংশ জায়গার বিষয়ে আবদুস সাত্তার ডিগ্রী কলেজে একাধিকবার সভা হয়েছে। সিদ্ধান্তও হয়েছে। সেই সূত্রে ২০২১ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারী পুলিশ সুপারের পক্ষে তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, কলেজের পক্ষে তৎকালীন অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, তৃতীয় পক্ষ আক্কাস ও মুখলেছের মধ্যে ৩শত টাকার ষ্ট্যাম্পে ত্রি-পক্ষীয় একটি লিখিত বিনিময় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তে বলাছিল- হাল দাগ ১৭৩ এ পুলিশ সুপারের প্রাপ্য ৩০ শতক জায়গা পুলিশ সুপার কর্তৃক কলেজকে ফেরত দিবে। এর পরিবর্তে কলেজ কর্তৃপক্ষ তাদের বন্দোবস্তকৃত ২৩৪/৩০৪ দাগের ১৭.৩১ শতক ভূমি থেকে ৭.৫০ শতক জায়গা (চলমান মার্কেট) পুলিশকে দিবেন। উভয় পক্ষ বিনিময় বা দানপত্র দলিল রেজিষ্ট্রি করার ক্ষমতা প্রাপ্ত হন। পুলিশ সুপারের কাছ থেকে ওই সাড়ে সাত শতক জায়গা রেজিষ্ট্রি (বিনিময় বা দানপত্র) করে নিয়ে বারপাইকা মৌজার জেএল নং-০৮ দলিল নং-৪৯৪ নামজারি খতিয়ান নং-৪৫২ এর ৬০ শতক উঁচু ভূমি পুলিশ সুপারের বরাবরে রেজিষ্ট্রি (বিনিময় বা দানপত্র) করে দিবেন মো. তাজুল ইসলামের ছেলে মো. আক্কাছ মিয়া ও মো: মুখলেছ মিয়া। আর সেই জায়গায় নির্মাণ করা হবে পুলিশের স্থায়ী একটি তদন্ত কেন্দ্র। চুক্তি স্বাক্ষরের কিছু দিন পরই রহস্যজনক কারণে শর্ত ভঙ্গ করে বেঁকে বসেন আক্কাছ গং। মার্কেটের জায়গায় দাম অনেক বেশী হওয়ায় প্রথমে ৬ শতক দেওয়ার কথা ছিল। পুলিশ তদন্ত কেন্দ্রের সাইন বোর্ড সাঁটানোর পর সেখানকার জায়গার দাম কিছুটা বেড়ে যায়। তাই পল্টি মারেন আক্কাছ মুখলেছ। দলিল করতে গিয়ে তারা প্রতারণার আশ্রয় নিয়েছেন। ব্যাংকের মর্গেজ দেয়া অন্য দাগের জায়গা দলিলে লিখে ফেলেছিলেন। স্বাক্ষর দিতে গিয়ে পুলিশ বিষয়টি ধরে ফেলেন। সেই যাত্রা দলিল আর হয়নি। দ্বিতীয় দফা বসে আরো দেড় শতক অর্থাৎ সাড়ে সাত শতক দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হয়। সেখান থেকেও সরে দাঁড়িয়েছেন আক্কাছ গংরা। নিজেদের স্বার্থ সিদ্ধি ও স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে তারা বারবার চুক্তি থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। তাই বর্তমানে আটকে গেছে অরূয়াইলের পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের কাজটি। অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা বলেন, আমরা শুরূ থেকেই প্রস্তুত। কিন্তু আক্কাছরা কেন জানি তালবাহানা করছেন। আবদুস সাত্তার ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরূজ্জামান আনসারী বলেন, দলিল রেজিষ্ট্রির মাধ্যমে জায়গা বুঝিয়ে দিতে আমরা শতভাগ প্রস্তুত। লোভে আকৃষ্ট হয়ে আক্কাছ মুখলেছ কর্তৃক ত্রিপক্ষীয় লিখিত চুক্তির শর্ত ভঙ্গ, নানা তালবাহানা ও স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে পুলিশ তদন্ত কেন্দ্রের জায়গাটির সমাধান হচ্ছে না। হাজী আক্কাছ মিয়া বলেন, এ বিষয়ে আমি নয় মুখলেছ ভাল জানে। বুঝে হউক না বুঝেই হউক চুক্তিপত্রে আমি স্বাক্ষর করেছি। মো. মুখলেছ মিয়া কলেজের সাড়ে সাত শতক নিয়ে ৬০ শতক দেওয়ার চুক্তিপত্র করার কথা স্বীকার করে বলেন, অভিযোগ গুলো সঠিক নয়। কলেজ টাকার জন্য ৩ মাসের মধ্যে দলিল করে নিতে পারেনি। সারা জীবনের জন্য তো চুক্তি করিনি। জায়গায় আমি অনেক টাকা খরচ করেছি। দামও অনেক বেড়ে গেছে। সকলেই তদন্ত কেন্দ্রের কথা বলেন। কিন্তু কেউ জায়গা দেন না। আমাকে কলেজে পাঁচটি দাতা সদস্য দেওয়ার কথা বলেছিল। তাও দেয়নি। আমার সাথে কথা বলে পুষিয়ে দিলে এখনো জায়গা দিতে রাজি আছি। সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল হাসান বলেন, সকল পক্ষকে জায়গার বিষয় গুলো সমাধান করতে বলেছি। ফাঁড়ি প্রয়োজনে হতে পারে, নাও হতে পারে। সেটা যেখানে ইচ্ছে করা যায়। এ গুলো অনেক কম্লিকেটেড বিষয়। জায়গা টায়গার বিষয় নিয়ে পরে কথা বলব ভাই।